
ক্রাইম রিপোর্টার : মোঃরাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়ন, জনবান্ধব পুলিশিং ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
আইন-শৃঙ্খলা উন্নয়ন, ওসি আতাউরের নেতৃত্বে মোহনপুর থানায় চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিয়মিত অভিযান, তদারকি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে জনগণের নিরাপত্তা এখন অনেক বেশি নিশ্চিত হয়েছে।
জনবান্ধব উদ্যোগ
তিনি থানাকে করেছেন সাধারণ মানুষের আস্থার জায়গা। সেবাপ্রার্থীরা থানায় এসে সহজেই অভিযোগ দায়ের করতে পারছেন, পাচ্ছেন দ্রুত সেবা। থানায় ভুক্তভোগীদের জন্য আলাদা বসার ব্যবস্থা, নারী ও শিশুদের জন্য বিশেষ সেবা চালু করেছেন তিনি।
সামাজিক ও উন্নয়নমূলক কাজ
আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ওসি আতাউর বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয়। মাদকবিরোধী প্রচার, শিক্ষার্থীদের সচেতনতা কর্মসূচি, কিশোর অপরাধ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন তিনি।
জনগণের আস্থা অর্জন, স্থানীয় জনগণ মনে করেন, ওসি আতাউর শুধু আইন প্রয়োগকারী কর্মকর্তা নন, তিনি একজন প্রকৃত জনসেবক। তাঁর উদ্যোগে মোহনপুর থানা এখন সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে “জনগণের থানায়।