ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসনিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন News News Admin প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫ জয়পুরহাটের প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া জান্নাত হত্যার প্রতিবাদে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে বটতলী বাসস্ট্যান্ডে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সানরাইজ মডেল স্কুলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ হাজারো এলাকাবাসীর অংশগ্রহণে পুরো এলাকা সরব হয়ে ওঠে। কর্মসূচিতে বক্তারা শিশুহত্যার মতো জঘন্য ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “নিহত তাসনিয়া আমাদের সমাজের একটি কোমলমতি শিশু। তার ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিয়ে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।” মানববন্ধনে বক্তব্য রাখেন সানরাইজ মডেল স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, বড়তারা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, শালবন রহমানিয়া মাদ্রাসার শিক্ষক শামীম ওসমানসহ অনেকে। বক্তারা আরও বলেন, “আজ যদি হত্যাকারীদের বিচার না হয়, তবে ভবিষ্যতে আরেকজন তাসনিয়া হত্যার শিকার হবে। আমরা আর কোনো তাসনিয়াকে এভাবে হারাতে চাই না।” উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ক্ষেতলালের শালবন গ্রামে সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসনিয়া জান্নাতের (১০) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এদিকে আলোচিত এ হত্যা মামলার এক নম্বর আসামি মোঃ একরামুল হক সোমবার (২২ সেপ্টেম্বর) জয়পুরহাট আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে। এলাকাবাসী বলছে, একরামুলকে গ্রেফতার করা হলেও বাকি আসামিদের শিগগিরই গ্রেফতার না করলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও নারী-পুরুষ, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ জনতা স্লোগানে স্লোগানে হত্যাকারীদের ফাঁসির দাবিতে পুরো বাসস্ট্যান্ড মুখরিত করে তোলে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে প্রতিবেদন সংগ্রহ করেন। SHARES সারাদেশ বিষয়: