ঢাকা, ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সনদ প্রদান

News

Admin


প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় চাঁদপুর আল-আমীন একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর চেয়ারম্যান ড. এল. এম. কামরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন—
“আজকের এই উপহার যারা পেয়েছ, আগামী দিনে আরও ভালো পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা, তোমাদের হাত ধরেই এই দেশ এগিয়ে যাবে। তোমাদের মাধ্যমে বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী ও সুন্দর দেশে রূপ নেবে।”

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর মহাসচিব জয়নুল আবেদীন জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক মুহাঃ আলমগীর হোসেন হেলাল এবং শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম।
যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক চাঁদপুর জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বালিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারি, পুরাণ বাজার ডিগ্রী কলেজর সহকারী অধ্যাপক শেখ মোঃ ফাহাদ বিন রশিদ, আল-আমীন একাডেমি স্কুল এন্ড কলেজর সহকারী শিক্ষক আব্দুল হামিদ, নূরুল হক উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক ফয়জুল হক,ডিন এন উচ্চবিদ্যালয় মোঃ শাহ আলম মিয়া, মাওঃ ওসমান গণি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান মোঃ নিয়াজ মুর্শিদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ ওসমান গনি।