
আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখা আয়োজনে উপজেলার কাটাখালি চত্বরে ১৯শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় এক শ্রমিক সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট শাখার সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি : অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টিম সদস্য খুলনা অঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রধান বক্তা: মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।
বিশেষ বক্তা: অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।
বিশেষ অতিথি: খান গোলাম রসুল, সহকারী পরিচালক খুলনা অঞ্চল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মো: আজিজুর রহমান, খুলনা অঞ্চল টিম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মাওলানা আবুল কাশেম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখা।
মাওলানা এ.বি.এম তৈয়াবুর রহমান, প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখা।
শেখ আবুল আলা মাসুম, সহকারী উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখা।
শেখ জাহাঙ্গীর হোসেন সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: ইখলাছুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখা।
শ্রমিক সমাবেশটিতে ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পেশার শ্রমিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে বিশেষ আকর্ষন হিসাবে খুলনা থেকে আগত আলোর ঠিকানা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা উপস্থিত থেকে ইসলামী সংগীত পরিবেশন করেন।