সন্ধানপুরে হতদরিদ্রের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫ সাগর আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং ঘাটাইল উপজেলা খাদ্য বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুশারিয়া এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। চাল বিতরণ করেন স্থানীয় ডিলার মো. রজব আলী। সারাদিন সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিনে বৃষ্টির কারণে উপকারভোগীদের ভিড় কিছুটা কম হলেও সঠিক নিয়ম মেনে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আতিকুর রহমান, সন্ধানপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। SHARES সারাদেশ বিষয়: