নাটোর সদরে সেনা অভিযানে ২ লাখ ৩৬ হাজার টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস

News News

Admin

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

 

হাসান আলী সোহেল,

নাটোর প্রতিনিধি

নাটোর সদরের ভদ্রার বিল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার ঝাঠিয়ান ও জয়নগর গ্রামে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
অভিযানে মোট ৫৯টি চায়না দুয়ারী জাল উদ্ধার হয়। প্রতিটি জালের আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার টাকা হিসেবে বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকা। পরে উদ্ধার করা সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় ক্ষতিকর এই জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সুজন মিয়া উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম নিয়মিত করার দাবি জানিয়েছেন।