খুলনার দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দিঘলিয়ার মাঝিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সামনে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এ উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন মদ-গাঁজার আসরে পরিণত না হয়। এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। যদি মুসলমানদের উৎসব নিয়ে এমন মন্তব্য করা হতো, আমরা কি মেনে নিতাম? তাই তার এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

তিনি আরও বলেন, “হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে, মনে-প্রাণে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবেন।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবু রামপ্রসাদ অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, মনিরুল হক বাবুল ও দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস, ছাত্র-যুব মাতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ সিকদার, দিলীপ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক অমিত কুমার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাজ্জাদ, ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদি হাসান সাজ্জাদ, যুগ্ম আহ্বায়ক রাজন, সোহেন রানা, আবিদ আজাদ, আমির, লিটন, ইমন, হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রতিনিধিরা।