বড়াইগ্রামে ভয়াল অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন দুই পরিবার News News Admin প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫ আবু বাসার স্টাফ রিপোর্টার,নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে। স্থানীয়রা জানান, নবকুমার ও সুকুমার নামের দুই ভাইয়ের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন তাদের থাকার ঘর, গোয়ালঘরসহ সবকিছু গ্রাস করে নেয়। এতে বাড়ির আসবাবপত্র, শাড়ি-জামাকাপড়, নগদ অর্থ, রসুন, পাটসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে তাদের ৪টি ছাগলও পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা সর্বশক্তি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। SHARES সারাদেশ বিষয়: