
গাজীপুর জেলা প্রতিনিধি : বিপ্লব চৌধুরী
“সৎ মানুষদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ভালো মানুষেরা রাজনীতিতে আসেনি বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।” — মন্তব্য করেছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী।
তিনি বলেন, “ভালো মানুষের দলই জনতার দল। দেশের মানুষের কথা চিন্তা করেই আমরা দল গঠন করেছি। আমরা দেশের পরিবর্তন চাই। দেশের জনসাধারণ যাতে ভালো থাকে, কিভাবে ভালো রাখা যায়, সেই লক্ষ্যে কাজ করবে জনতার দল।”
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মো. আযম খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জনতার দলের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, রাহেলা পারভীন শিশির ও হাসিনা কামাল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিক এবং সঞ্চালনা করেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ নোমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্ণেল (অব.) মো. আবুল কালাম জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অব.) মো. জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিকী, গাজীপুর জেলা আহবায়ক হাজী শামসুদ্দিন আহমেদ ও সদস্য সচিব আবু জাফর রিপন।
আলোচনা সভা শেষে জনতার দলের চেয়ারম্যান ও মহাসচিব দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। পরে সেখানে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।