
শাহিন আহমেদ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর অবস্থিত কালুরঘাট রেল-কাম-সড়ক সেতুটি সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে। কারণ তিন সপ্তাহ আগে সেতুর বৈদ্যুতিক তার চুরি হওয়ার পর থেকে কোনো বাতি আর জ্বলছে না। ফলে প্রতিদিন পথচারী ও যানবাহন অন্ধকারে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ এবং রেলওয়ের গাফিলতিই দায়ী বলে মনে করছেন অনেকে।
৪৩ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি জরাজীর্ণ এই সেতুর সংস্কার সম্পন্ন করা হয়। সংস্কারের পর ট্রেন, যানবাহন ও সাধারণ মানুষের জন্য সেতুটি উন্মুক্ত করা হয়। তখনই পথচারীদের সুবিধার্থে ৩১টি নতুন স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছিল। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রায় ১৮শ ফুট কেবল চুরি হয়ে যায়। এরপর থেকে পুরো সেতুতে আর কোনো আলো নেই।
রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের বৈদ্যুতিক প্রকৌশলী আরিফুল ইসলাম জানিয়েছেন, সংস্কারের পর সেতুর আলোকসজ্জা ও নিরাপত্তার দায়িত্ব চুক্তি অনুযায়ী বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের ওপর বর্তায়। চুরি হওয়া তার পুনঃস্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান জানান, হারিয়ে যাওয়া কেবল পুনঃসংযোজনের কাজ দ্রুত শুরু হবে এবং শিগগিরই বাতিগুলো আবার জ্বালানোর চেষ্টা চলছে।
স্থানীয়রা বলছেন, সেতুটি প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করেন। আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তারা দ্রুত আলো চালু করার দাবি জানিয়েছেন।