টাঙ্গাইলে কাদের সিদ্দিকী’র বাসায় হামলা ও ভাঙচুর

News News

Admin

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

 

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) এর বাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল পৌর এলাকায় জেলা সদর রোডে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে (সোনার বাংলায়) এই ঘটনাটি ঘটে।

বাড়ির কেয়ারটেকার জানান, ১৫-২০ জনের একটি দল এসে বাহির থেকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

তারপর দুই-তিনজন মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে গাড়িও ভাঙচুর করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।

সরেজমিনে, বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে।

এ ছাড়াও বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।