চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি

News News

Admin

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

 

নাটোর প্রতিনিধি,

নাটোরের সিংড়া উপজেলার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং নিয়ম বহির্ভূতভাবে আব্দুর রবকে সভাপতি করে রেগুলার কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

এ নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুরজ্জামান ও অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মাসুদ রানা অভিযোগ করেন, নিয়ম মেনে প্রস্তাবিত নাম পাঠানো হলেও অধ্যক্ষ গোপনে আব্দুর রবকে সভাপতি ঘোষণা করেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

অভিযুক্ত অধ্যক্ষ আসাদুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।তবে বর্তমান সভাপতি আব্দুর রব নিজেকে বৈধ সভাপতি দাবি করেন।

প্রতিবাদ শেষে সমাবেশে উপস্থিতরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেন।