নওগাঁয় দুইদিন হয়ে গেলেও মিলেনি শিশু মমতার খোঁজ

News News

Admin

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫

 

সোহরাব হোসেন স্টাফ রিপোর্টার;

১১ বছর বয়সী মমতা দুইদিন ধরে নিখোঁজ থানায় অভিযোগ করেও মেলেনি কোন সন্ধান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি এই শিশুটি।

নিখোঁজ মমতা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।

শিশুটির বাবা মিনহাজুল, বলেন একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে। পরের দিন সে জুতা নিতে যাই স্কুলে। বিদ্যালয় বন্ধ থাকায় পাশেই ফুফুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বাড়িতে আসবে বলে বের হয়, তার পর থেকেই নিখোঁজ রয়েছে।

মেয়েকে হারিয়ে পরিবারে এখন নেমে এসেছে শুধু ধোঁয়াশা। পঞ্চম শ্রেণী পড়ুয়া মমতাকে ফিরে পেতে দিশেহারা পরিবার, অকরুদ্ধ স্বজনরাও।
সন্দেহ জনক জায়গায় আশপাশের পুকুর, ডুবায় কয়েক দফা চালানো হয়েছে তল্লাশি তারপরও খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন,গোয়েন্দা তথ্য বাড়িয়ে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।