সারাদেশে রুকন বৃদ্ধিতে প্রথম গাজীপুর, পুরস্কার নিলেন নকলার মেয়র প্রার্থী মু. ফারদিন হাসান হাসিব News News Admin প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫ নকলা(শেরপুর) প্রতিনিধিঃ লিখন মিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামছুল ইসলাম। অনুষ্ঠানে ২০২৪ সালে সারাদেশে রুকন বৃদ্ধিতে গাজীপুর মহানগর প্রথম স্থান অর্জন করে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার গ্রহণ করেন কেন্দ্রীয় কার্যকরি পরিষদের অন্যতম সদস্য, গাজীপুর মহানগর সেক্রেটারি এবং জামায়াতে ইসলামী মনোনীত নকলা পৌরসভার মেয়র পদপ্রার্থী মু. ফারদিন হাসান হাসিব। এ সময় তিনি বলেন, “এই অর্জন গাজীপুর মহানগরের সকল কর্মী-সমর্থকের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।” অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন। SHARES সারাদেশ বিষয়: