১৭ লক্ষ টাকা নিয়ে উধাও, ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় মামলা News News Admin প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫ স্টাফ রিপোর্টার ভারাটিয়া লভ্যাংশ প্রদানের লোভের ফাঁদে ফেলে বাড়ির মালিকের কাছ থেকে ১৭ লক্ষ টাকারও বেশি টাকা নিয়ে ভাড়া রুমে তালা ঝুলিয়ে গা-ঢাকা দেওয়ার অভিযোগে অবশেষে থানায় মামলা হয়েছে। নারায়নগঞ্জ, সিদ্ধিরগঞ্জ উপজেলার এ/পি সাং মিজিমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট (বাবুল এর বাসার ভাড়াটিয়া), বোম্বাই চিপস এর ডিলারশিপ সেই বাসা ভাড়াটিয়া মোঃ এরফান সরকার (৪০) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী নুরজান বেগম (৪০) অভিযোগ দয়ের করেন। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ এরফান সরকার (৪০) পিতাঃ আঃ বাতেন সরকার সাং গাবতলী, থানা সোনারগাঁ, জেলা নারায়নগঞ্জ, এ/পি সাং মিজিমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট (বাবুল এর বাসার ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ, এর বিরুদ্ধে সে বোম্বাই চিপস এর ডিলারশিপ সেই সুবাদে বাসা ভাড়া নিয়া ব্যবসা পরিচালনা করিতেছে। বিবাদীর সহিত ভাড়াটিয়া হিসেবে সম্পর্ক ঘড়ে উঠে এবং গত ২৫/০৮/২০২৩ ইং সালে বিবাদীর ব্যবসায়ীক কাজের জন্য আমার কাছ থেকে ৫,০০,০০০/-( পাচঁ লক্ষ) টাকা ধার নেয় এবং যথা সময়ে ধারকৃত টাকা ফেরত দেন। তাতে বিবাদীর সাথে আমার বিশ্বাস ও সম্পর্ক বৃদ্ধি হয় যার ফলে পূনরায় গত ০৩/০১/২০২৪ তারিখে বিবাদীকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ধারনেন এবং সাত মাসের বাসা ভাড়া ৪২০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা ও দুইটি সমিতির নিকট হইতে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা, ব্রাক ব্যাংক থেকে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা। সর্বমোট ১৭,৪২,০০০/-(সতের লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা নিয়া উদাও হয়ে যায়। সরল বিশ্বাসী নুরজান বেগমের বাড়ির ভাড়াটিয়া সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে টাকা নিয়ে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলেন লাপাত্তা হন মোঃ এমরান সরকার। SHARES অপরাধ বিষয়: