টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

 

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ জেলা, উপজেলা, শহর বিএনপির অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।