বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে হরিজন তরুণী সঞ্চিতা, স্বামীর পরিবারে অস্বীকৃতি

News News

Admin

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট কর্মকার পাড়ায় বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার হরিজন সম্প্রদায়ের তরুণী সঞ্চিতা রানী। অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দুলাল কর্মকারের ছেলে দুর্জয় কর্মকার তাকে বিয়ে করলেও পারিবারিক ও সামাজিক কারণে স্বামীর পরিবার বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সঞ্চিতা রানী জানান, দুর্জয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর তিনি সামাজিকভাবে বিয়ে করেন। কিন্তু সম্প্রদায়ভিত্তিক বৈষম্য ও সামাজিক রীতিনীতির অজুহাতে কর্মকার পরিবার ওই বিয়ে মানতে নারাজ। এরই প্রতিবাদে ও স্বামীর স্বীকৃতির দাবিতে তিনি শনিবার থেকে দুর্জয়ের বাড়িতে অনশনে বসেছেন।

এদিকে দুর্জয় কর্মকার বর্তমানে পলাতক বলে জানা গেছে। এ কারণে সঞ্চিতা রানী বর্তমানে একা লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “আমি বৈষম্যের শিকার হতে চাই না। আমি আমার স্বামীর স্বীকৃতি চাই, সমাজের কাছে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে চাই।”

স্থানীয়রা জানায়, দুর্জয়ের পরিবার বিষয়টি মেনে নিতে রাজি নয়। এতে সামাজিক টানাপোড়েন তৈরি হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সঞ্চিতা রানী হরিজন সম্প্রদায়ের মেয়ে হওয়ায় সামাজিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।