খুলনার দিঘলিয়া উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি-

খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আজ ৩১ আগস্ট রবিবার বিকাল ৩টায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, যৌথ বাহিনীর কনটিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আতিকুল ইসলাম; দিঘলিয়া থানার ওসি (তদন্ত) মোঃ হেলালুজ্জামান; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ কাজী হাসনা তুজ তাসনিয়া; উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ; সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ; স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ; সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে চুরি-ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অবক্ষয়জনিত কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ভক্তরা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে দিঘলিয়া উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত করা সম্ভব।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে এবং সচেতনতা বাড়াতে নিয়মিত সভা আয়োজন করা হবে।