রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের খাড়োইল মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

News News

Admin

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

মোঃ রাজীব খাঁন,ক্রাইম রিপোর্টার:

খামারি অ্যাপসের সুপারিশ অনুযায়ী রোপা আমন ধানে সার প্রয়োগ” শীর্ষক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত পরিচালক (মনিটরিং) ড. জামাল হোসেব, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.
মো. আজিজুর রহমান,রাজশাহী জেলার উপপরিচালক মোছা. উম্মে ছালমা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) শারমিন সুলতানা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. আব্দুল মজিদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) পাপিয়া রহমান মৌরি, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ও উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলম। সমাবেশের উপস্থাপনায় ছিলেন ফারজানা হক, মেট্রোপলিটন কৃষি অফিসার, বোয়ালিয়া এবং কৃষিবিদ এম. এ. মান্নান, উপজেলা কৃষি অফিসার, পবা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুরের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রায় ৪ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।