কালাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রতিবন্ধীদের সহায়তায় জন্য হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা শামীমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম। তারা আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার ও ক্রাচ তুলে দেন।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রতিবন্ধী এ সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধী জনগোষ্ঠীও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, উপজেলার ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম। তাই তাদের প্রতি সবাইকে মানবিক আচরণ ও সহানুভূতি দেখানোর আহ্বান জানান তারা।