বটিয়াঘাটায় অবৈধ সারের টলার সহ ৩ জন আটক


মোঃসোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ বটিয়াঘাটা কিছমত ফুলতলা কাটাখালী খালের সুইচগেট সংলগ্ন কাজীবাছা নদীর মুখ থেকে ইং ২৫ /০৮/২০২৫ তারিখ রোজ সোমবার বিকাল আনুমানিক ৫ টার দিক অবৈধ ইউরিয়া সার সহ ৩ জনকে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।জানাযায়,খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ২নং সদর ইউনিয়নের কিসমত ফুলতলা কাটাখালী খালের সুইচগেট সংলগ্ন কাজীবাছা নদীর মুখ থেকে সারের টলারে থাকা ৩ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন,আঃ কুদ্দুস মোল্যা(৬৫)পিং মৃত মোখলেস মোল্ল্যা সাং বিজয়নগর ৪নং ওয়ার্ড, মোঃ রাজু হাওলাদার (২২)পিং আলামিন হাওলাদার সাং বেকুটিয়া-৪নং ওয়ার্ড শ্রীপাড়া থানা- কাউখালী জেলা- পিরোজপুর।মোঃআসলাম শেখ- (২৯)
পিং মৃত আঃ সোবহান শেখ সাং সিআই পাড়া – ওয়ার্ড নং-০৫ থানা সদর, জেলা পিরোজপুর।এ বিষয় বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৈধ কাগজ পত্র বিহিন সুল্ক ফাকি দিয়ে ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময় তাদের কে আটক করা হয়।জব্দকৃত সার আমাদের জিম্মায় রাখা হচ্ছে। এবিষয়ে মামলার কার্যক্রম চলমান,স্কেলে না উঠানো পর্যন্ত এর সঠিক পরিমান জানা যাবে না।”সর জমিনে পরিদর্শন করে দেখা যায়, টলার থেকে খোলা সার বস্তা ভর্তি করে টলার থেকে উঠানো হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সার আনলোডের কার্যক্রম চলমান।