আফতাব উদ্দিনের মতো ফিলোসফার শিক্ষক প্রয়োজন


জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের শিক্ষাঙ্গনে সুপরিচিত প্রধান শিক্ষক ছিলেন মো. আফতাব উদ্দিন।
এ কারণে তার মৃত্যুর প্রায় তিন দশক পরও আমরা তাকে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তার মতো ফিলোসফার শিক্ষক এ সময়ে বড় প্রয়োজন।
তিনি অনেক শিক্ষকের শিক্ষক। এমন শিক্ষক আমাদের দেশে খুব কমই আছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।
ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসানের বাবা জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মো. আফতাব উদ্দিনের স্মরণে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় বক্তরা বলেন, প্রাক্তন প্রধান শিক্ষক আফতাব উদ্দিন যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি সদর উপজেলার ধরেরবাড়ী মুসলিম উচ্চ বিদ্যালয় ও বাসাইল উপজেলার গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ দিতেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, রাইজিংবিডি ডটকমের প্রকাশক এবং আফতাব উদ্দিন ফাউন্ডেশনের ট্রাস্টি এস এম জাহিদ হাসান।
সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আফতাব উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।
এ ছাড়াও টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৯৩৪ সালে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. আফতাব উদ্দিন।
তিনি প্রায় ৪৩ বছর বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
সর্বশেষ টাঙ্গাইলের নাগরপুরের যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. আফতাব উদ্দিন ১৯৫৯ সালের ১ জানুয়ারি থেকে ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ধরেরবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি।
টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির দুই বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন মো. আফতাব উদ্দিন।
তিনি নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা।
নিষ্ঠাবান ও পরিশ্রমী শিক্ষক হিসেবে সমাজে পরিচিত মো. আফতাব উদ্দিন ১৯৯৭ সালের ২১ আগস্ট মারা যান।