ঢাকা, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

খুলনায় চেকপোস্টে ১১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

স্টাফ রিপোর্টার খুলনা: খুলনার ছাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ১১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে লবণচরা থানা পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টুংগীপাড়া এক্সপ্রেসের ঢাকা থেকে খুলনাগামী এসি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

লবণচরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এসময় বাস থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।”

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।