রাজশাহী মোহনপুরে ঋণের দায়ে আকবর নামের কৃষক গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা 

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

মোঃ রাজীব খাঁন, ক্রাইম রিপোর্টার: 

রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউপি’র খাড়ইল গ্রামে ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে এক কৃষকের আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে নিজ পানবরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন আজ সকালে বারটি লেবার নিয়ে পান বরজে কাজ করছিলেন। লিভাররা পান ভেঙ্গে দিয়ে গাদি করে বাজারে পাঠিয়ে দেন, পানের বাজার ধষনামায় লেবারদের পরিশ্রমের টাকা হয় নাই, এই এক টেনশন তারপরও বিভিন্ন এনজিওসহ স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা ঋণ নেন। সেই চাপে নিজ পানবরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

“সংশ্লিষ্টরা বলছেন”আকবর হোসেন, এই চরম সিদ্ধান্ত শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি তীব্র সতর্কবার্তা। ঋণের বোঝা, দারিদ্র্য, আর সামাজিক চাপ কীভাবে একটি মানুষকে এমন নির্মম পথে নিয়ে যেতে পারে, তা এই ঘটনা থেকে স্পষ্ট। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে কৃষক আকবর হোসেন ঋণের দায়ে আত্মহত্যা করছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাবে।