টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত্রী আড়াইটার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় ট্রাকটি। আটককৃতরা হলেন- আমিনুল, বাবু ও মোজাহিদ। টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন এ তথ্য। এ সময় কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে মাদক নিয়ে যাচ্ছিল। এর ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিন জনকে আটক করা হয়। সেই সাথে ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি। SHARES অপরাধ বিষয়: