রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার,বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫ মো: রাজিব খান, ক্রাইম রিপোর্টার : রাজশাহী মোহনপুর উপজেলায় ৪ নং মৌগাছি ইউনিয়নে মোটরসাইকেল চুরি হওয়ায় মোহনপুর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার মৌগাছী ইউনিয়নের বগপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, উপজেলার মৌগাছী ইউপির বসন্তপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. স্বপন আলী(৪২), বগপাড়া গ্রামের বাচ্চু রহমানের ছেলে মুন আলী(২৫) পলাতক আসামী মৌগাছী ইউপির বসন্তকেদার গ্রামের জাকির উদ্দিনের ছেলে মো. হাসান আলী(৪০), সহ অজ্ঞাতনামা ৪/৫ জন। এ বিষয়ে ভুক্তভোগীরা মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিচারের দাবিতে মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবে এসে উপরোক্ত উপযোগকারিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,উপজেলার মৌগাছী ইউপির মৃত আবুল কাশেমের ছেলে মো. রবিউল ইসলাম(৫৩), তার একটি মোটরসাইকেল চুরি হায়েছে। মুগরুইল গ্রামের কুরমান আলীর ছেলে মো. মানিক(৩৫), এর একটি মোটরসাইকেল চুরি হয়েছে। বগপাড়া গ্রামের মৃত সোহেল রানার ছেলেৎমো. মানিক হোসেন(২২), এর একটি ব্যাটারি চালিত অটো চার্জার গাড়ি চুরি হয়েছে। বগপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মো. নাফিজ উদ্দিন(২৯),এর একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এই চুরির বিষয়ে ভুক্তভোগী যা যা বলেছেন:আসামিদের মধ্যে স্বপন নামের ব্যক্তিটি প্রভাবশালী হওয়ায় ভুক্তভোবগেদের মধ্যে”ভীতি” তৈরি হয়। তারপরও তারা বলেন,দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তারা মাদকাসক্ত ও মাদক কারবারি এদের শাস্তি হওয়া দরকার এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), আতাউর রহমান বলেন, সোমবার ১১ আগস্ট, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত চার্জার গাড়ি চুরির মর্মে অভিযোগ পেয়েছি এবং আমার অফিসারগণ যে সক্ষম হয়। অভিযান পরিচালনা করে আসামিদের ধরতে সক্ষম হয়। সকালে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। SHARES প্রচ্ছদ বিষয়: