টাঙ্গাইলের ঘাটাইলে ঢাকা বিভাগীয় কমিশনারের পরিদর্শন, উপহার বিতরণ ও একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন


সাগর আহমেদ, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি:
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিদর্শন করে উপহার বিতরণ, উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন দপ্তরের কার্যক্রমের প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন, কৃষকদের স্প্রে মেশিন, শিক্ষার্থীদের বাইসাইকেল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ, সাংবাদিক, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, শিক্ষার্থী ও দুঃস্থ নারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্মৃতিস্বরূপ ‘কৃঞ্চচূড়া’ বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিষদ অডিটোরিয়ামের আধুনিকায়ন, চত্বরে স্থাপিত ‘অভিলাষ’ ফোয়ারা এবং সেলফি কর্ণার “আই লাভ ঘাটাইল” এর শুভ উদ্বোধন করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। আধুনিক ঘাটাইল গড়তে জনমুখী প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, ঢাকা বিভাগের উপ-পরিচালক মোছা. সেলিনা বানু, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আল মামুন। সার্বিক সমন্বয় করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।