পাইকগাছায় বসতঘর দখল ও ভাঙচুরে সন্ত্রাসী হামলা, আহত ৪

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার পাইকগাছা থানায় জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে দেলুটী ইউনিয়নের সৈয়দ খালী গ্রামে।

ভুক্তভোগীরা জানান, সৈয়দ খালী গ্রামের ফজলুর রহমানের বাড়িতে তার প্রতিবেশী আলি আকবরের পুত্র লিয়াকত শেখ, মুর্শিদুল শেখ, আলমিন শেখ, নওশের শেখের পুত্র শাহজাহান শেখ, শাহজাহান শেখের পুত্র আল মাসুম শেখ, আতিয়ার শেখের পুত্র ইব্রাহিম শেখ ও তার স্ত্রী হেলেনা বেগম, লিয়াকত শেখের পুত্র ইউসুফ শেখ, মুর্শিদুল শেখের স্ত্রী তহমিনা বেগম, আনিচ গাজীসহ অজ্ঞাত আরও ২০-৩০ জন দলবদ্ধ হয়ে প্রবেশ করে বসতঘর, মুরগির ফার্ম ও ঘেরের বাসা ভাঙচুর করে।

এসময় বাধা দিলে ফজলুর রহমানের পুত্র নেওয়াজ শেখ, কন্যা লাইজু বেগম, আবুতালেব শেখের পুত্র সাইফুর রহমান, মজিদ শেখের পুত্র আনিচ শেখসহ আরও অনেকে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পাইকগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে। তদন্ত কর্মকর্তা শামীম জানান, এখনো কোনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।