ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘অরবিট রেস্টুরেন্ট’কে জরিমানা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫ তালাত মাহমুদ, নরসিংদী প্রতিনিধিঃ বুধবার (১৩ আগস্ট) বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যথাযথ নিয়ম না মানার কারণে নরসিংদীর অরবিট রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটি নির্ধারিত পদ্ধতিতে মোড়কজাত ও লেবেল ছাড়া খাবার বিক্রি করছিল। এছাড়াও, অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত ও সরবরাহ করা হচ্ছিল। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক), ৩৩ এবং ৩৯ ধারায় এসব কাজ শাস্তিযোগ্য অপরাধ। তাই রেস্টুরেন্টটিকে এই জরিমানা করা হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। SHARES সারাদেশ বিষয়: