গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের মানববন্ধন: খুন-সন্ত্রাস বর্জন করে মানবতার রাজনীতির আহ্বান দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ স্টাফ রিপোর্টার: গাজীপুরে অপরাধী রাজনৈতিক গ্যাং কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে মবসন্ত্রাসের মাধ্যমে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানবতার রাজনীতি ভিত্তিক দল ইনসানিয়াত বিপ্লব মানববন্ধন করেছে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার। মানববন্ধনে প্রেরিত বাণীতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, “এই মর্মান্তিক হত্যাকাণ্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে সমাজ ও দেশকে মানবতার বিধ্বংসী অপরাধী রাজনীতির গ্রাসে ফেলার ষড়যন্ত্র।” তিনি অভিযোগ করেন, দেশে চলমান খুন-দস্যুতা, চাঁদাবাজি, দুর্নীতি ও মবসন্ত্রাসের পেছনে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী সাম্প্রদায়িক স্বৈররাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈরদস্যুতা জড়িত। আল্লামা ইমাম হায়াত বলেন, “মানবতার রাজনীতি ব্যতীত কখনো জীবনের সুরক্ষা এবং নিরাপদ সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানুষকে সত্য ও মানবতার শত্রুতে পরিণত করে।” তিনি আরও বলেন, প্রিয়নবী (সা.)-এর শিক্ষা অনুযায়ী সব ধর্ম, মত ও পথের মানুষের সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করে সর্বজনীন মানবতার রাষ্ট্র গঠনই খুন-সন্ত্রাস থেকে মুক্তির একমাত্র উপায়। মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও খুনি চক্রের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া এলাকায় তার নামে একটি সড়ক বা শিক্ষা প্রতিষ্ঠান নামকরণের আহ্বান জানানো হয়। আল্লামা ইমাম হায়াত দয়াময় আল্লাহর কাছে তুহিনের মাগফিরাত ও প্রিয়নবীর (সা.) রহমত কামনা করেন এবং সাংবাদিকের জীবনবাজি রাখা আত্মত্যাগকে সমাজের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। SHARES সারাদেশ বিষয়: