ঝিকরগাছা কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম। সভাপতি তার বক্তব্যে ২০২৪ সালের এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে দেশের সকল মুক্তিকামী ছাত্র-জনতাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামীর সমৃদ্ধ, শক্তিশালী ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আব্দুল মুহিত, শেখ মহসিন আলী সহ আরও অনেকে। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শুকুর। এসময় মাদরাসার সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। SHARES সারাদেশ বিষয়: