ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ জুন ২০২৫ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত 

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধি ,শেরপুরঃ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন- ২০২৫ সংক্রান্ত ব্রিফিং অনলাইনে Zoom মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় পুলিশ

হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (এইচআরএম) জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার রিজার্ভ অফিস সংশ্লিষ্ট সকল বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।