শাহ আমানত হাউজিংয়ে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, মামলার প্রস্তুতি

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

শাহিন আহমেদ ,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার শাহ আমানত হাউজিং এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে রোববার (৩ আগস্ট) সকাল থেকে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে টিনের বেষ্টনী দিয়ে ঘেরা একটি স্থানে পাহাড় কাটার স্পষ্ট নমুনা পাওয়া যায়। ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকলেও পাহাড় কাটার প্রমাণ সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে বেষ্টনী অপসারণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত থেকে কাটা পাহাড়ের পরিমাণ ও নমুনা লিপিবদ্ধ করেন। অভিযানে আকবর শাহ থানার পুলিশ, পরিবেশকর্মী এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও সহযোগিতা করেন।

জানা গেছে, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আইনের তোয়াক্কা না করে ওই এলাকায় পাহাড় কেটে চলেছে। শুধু পাহাড়ই নয়, কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রশাসনের অভিযান চললেও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থায় প্রশাসনের গাফিলতি রয়েছে।

এ বিষয়ে পরিবেশকর্মীরা জানান, পাহাড় কাটা ও মাটি পাচারের এই কর্মকাণ্ডে পুরো এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড় ধস, জলাবদ্ধতা এবং জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কাও বাড়ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।