ঝিনাইদহে পাগল গণি মস্তানের ২৯তম স্মরণসভা উপলক্ষে লাঠিখেলার আয়োজন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের বিখ্যাত আধ্যাত্মিক সাধক পাগল গণি মস্তানের ২৯তম স্মরণসভা উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয় চাকলা পাড়া বাবু জোয়ার্দারের আমবাগানে। সকাল ১১টায় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা বাউল সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জনাব মোঃ কামাল উদ্দিন।

বিশিষ্ট সমাজসেবক এবং সিও এনজিওর নির্বাহী পরিচালক জনাব মোঃ সামছুল আলম।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাগল গণি মস্তানের শত শত ভক্ত ও আশেকানরা অংশগ্রহণ করেন। আধ্যাত্মিক দর্শন ও বাউল ভাবধারায় বিশ্বাসী এই সাধকের স্মরণে প্রতিবছরই এমন আয়োজন হয়ে থাকে।

অনুষ্ঠানটি শুধু স্মরণসভাই নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে জাগিয়ে তোলার এক ব্যতিক্রমধর্মী প্রয়াস হিসেবে বিবেচিত।