
মো:শাহীন হাওলদার,খুলনা।
০১লা আগষ্ট ২০২৫,শুক্রবার খালিশপুর থানার অন্তর্গত ১৫ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কাজী একরাম মিন্টু সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু,খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড.মোহাম্মদ আলী বাবু,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সকল সদস্যদের দলীয় নীতিমালা মেনে ভাবমূর্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
এছাড়াও খুলনা-০৩ আসনের ধানশীষের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনা করা হয়।