নকলায় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: মাসব্যাপী গাছের চারা বিতরণে পরিবেশ রক্ষার বার্তা

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী ফলজ ও ওষধি গাছ বিতরণ কর্মসূচির শুভ সূচনা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী সামাজিক কর্মসূচি মঙ্গলবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক এবং ২নং নকলা ইউনিয়নের সেক্রেটারি, সাংবাদিক রেজাউল হাসান সাফিত ব্যক্তিগত অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করছেন। উদ্বোধনী আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র সিংহ ও চন্দ্র বিশ্বাসের হাতে পেয়ারা ও নিম গাছ উপহার হিসেবে তুলে দিয়ে কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হয়।

রেজাউল হাসান সাফিত বলেন, “আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। জামায়াত শুধু রাজনীতি নয়, সমাজ বিনির্মাণেও অগ্রণী ভূমিকা রাখতে চায়। ইনশাআল্লাহ, এই গাছ বিতরণ কর্মসূচি আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।