খুলনার বানরগাতীতে বৃষ্টির মধ্যেই চলছে পিচ ঢালাই, এলাকাবাসীর তীব্র ক্ষোভে কাজ বন্ধ


স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনার নগরীর বানরগাতী বাজার এলাকায় বৃষ্টির মধ্যেই রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান “কবির এন্ড ব্রাদার্স”। গত ২৩ জুলাই ২০২৫ তারিখে শুরু হওয়া এই কাজ ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃষ্টি চলাকালীন সড়ক নির্মাণের এই উদ্যোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালে সাময়িকভাবে কাজ বন্ধ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ কবির হোসেন এর তত্ত্বাবধানে শুধু বানরগাতী বাজার নয়, আরও বেশ কয়েকটি এলাকায় অনুরূপভাবে সড়ক নির্মাণ কাজ চলছে। সংশ্লিষ্ট এলাকাগুলো হলো: ১. প্রেম কানন রোড
২. মজিদ সরণি (সোনাডাঙ্গা টু শিববাড়ি পর্যন্ত)
৩. কেডিএ কলেজ মোড় থেকে নিউমার্কেট
৪. রায়পাড়া আল-আমিন সড়ক
৫. হাজী ইসমাইল লিংক রোড (ইসলাম কমিশনার মোড় থেকে মেট্রোপোল হয়ে বসুপাড়া এতিমখানা পর্যন্ত, যার মাঝে রয়েছে বানরগাতী বাজার)
৬. খালিশপুর রোড
৭. গাফফারের পান দোকানের সামনে থেকে বানিয়াখামার মোড় পর্যন্ত
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে বৃষ্টির মধ্যে পিচ ঢালাইয়ের ফলে একাধিক সমস্যা তৈরি হতে পারে। যেমন: পিচ সঠিকভাবে বসে না, ফলে রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
রাসায়নিক উপাদানগুলোর অনুপাত পরিবর্তিত হয়ে রাস্তার স্থায়িত্ব কমে যায়, রাস্তার পৃষ্ঠ অমসৃণ হয়ে যানবাহন চলাচলে অসুবিধা হয়
পিচের উপাদান ধুয়ে গিয়ে গুণগত মান নষ্ট হয়
এলাকাবাসীর দাবি, এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আবহাওয়ার প্রতি খেয়াল রাখা জরুরি। শুকনো মৌসুমে কাজ করলে রাস্তা দীর্ঘস্থায়ী হবে এবং জনগণ এর সুফল পাবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে সঠিক সময়ে এবং সঠিকভাবে উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হয়।