সদরপুরে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) উপজেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৯ জুলাই বাদ জোহর, জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ জাওয়াদ, উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরব, তুষার মাহমুদ, মশিউর রহমান মিঠু, বিপ্লব বেপারী, বিএম এনামুল হোসেন বিজয়, কলেজ ছাত্রদলের সভাপতি সামিম শিকদার ও সাধারণ সম্পাদক হাসান সরদার।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।