বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখায় সভাপতি নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সদস্যদের অংশগ্রহণে সভাপতি নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ শনিবার(১৯ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সভাটি জজকোর্ট পৌরমার্কেটের ৩য় তলায় অবস্থিত জেলা শাখার কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শিমুল তালুকদার।
সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিঞা।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যগণ। তারা সভাপতি নির্বাচনে নিজেদের মূল্যবান মতামত প্রদান করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন:

  • মোঃ মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক ও সালথা উপজেলা শাখার সভাপতি
  • আব্দুস ছালাম মোল্লা, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি
  • মোঃ সোবহান, সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক
  • মোঃ মেহেদী হাসান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক
  • মোঃ লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক
  • মোঃ মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা শাখার সভাপতি
  • মোঃ আবুল খায়ের, নগরকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক
  • মোঃ শাহজাহান শেখ, জেলা শাখার সহসভাপতি
  • ড. মোঃ আলী আকবর হোসেন, সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবী গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
  • সেক আফজাল, সহ-সাংগঠনিক সম্পাদক
  • মোঃ মোয়াজ্জেম শিকার, জেলা প্রতিনিধি, দৈনিক কুমার

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ, তাদের মধ্যে উল্লেখযোগ্য:
মোঃ কাজী ইকরাম (আলিপুর), মোঃ জাকির হোসেন, মোঃ শাহিদ কাজী, মোঃ মুঞ্জুর রহমান, মোঃ এমএ কাইয়ুম, মোঃ রাজিব হোসেন, মোঃ শেখ হাসান, মোঃ নজরুল শেখ, মোঃ মামুন রহমান, মোঃ শেখ নয়ন, মোঃ জুবরাজ খান, মোঃ রেজাউল ইসলাম (বাবলু), মোঃ আব্দুর রহমান বিশ্বাস, মোঃ সাগর আহম্মেদ (দুলাল) প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, প্রেসক্লাবের নেতৃত্বে একজন সক্রিয়, দায়িত্ববান এবং গণমাধ্যমবান্ধব সভাপতি নির্বাচিত হলে সংগঠন আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।