দিঘলিয়ায় কাঁচা মরিচের দামে আগুন এক সপ্তাহে দাম বেড়েছে তিনগুণ, ভোক্তাদের নাভিশ্বাস দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিনগুণ বেড়ে যাওয়ায় ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টিপাতে মাঠে পানি জমে থাকায় মরিচসহ নানা শাকসবজির উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটছে। ফলে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। গত সপ্তাহেও যে কাঁচা মরিচ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন সেটিই বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। বারাকপুর, সেনহাটি ও পথের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি বাজারেই কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া। পানিগাতী গ্রামের সাদেক খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “সপ্তাহখানেক আগেই আধা কেজি মরিচ ৩০ টাকায় কিনেছি, আর এখন এক পোয়াও কিনতে ৭০ টাকা লাগছে। এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন।” বিক্রেতাদের অভিযোগ, মাঠে পানি জমে থাকায় কৃষকরা মরিচ তুলতে পারছেন না। এতে করে সরবরাহ কমে গেছে এবং পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে দ্বিগুণের বেশি। সেনহাটি বাজারের কাঁচামাল বিক্রেতা আব্দুস সালাম বলেন, “টানা বৃষ্টিতে মরিচের জমিগুলো পানিতে ডুবে গেছে। তাই আমাদের পাইকারি পর্যায়ে মরিচ কিনতে হচ্ছে অনেক বেশি দামে।” পথের বাজারের বিক্রেতা জাকির হোসেন বলেন, “গত সপ্তাহে যে মরিচ ৮০-১০০ টাকা কেজিতে পাইকারি কিনেছি, এখন সেটাই কিনতে হচ্ছে ২০০ টাকার ওপরে।” শুধু মরিচ নয়, অন্যান্য সবজিতেও লাগামহীন মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বেগুন, ঢেঁড়স, করলা, পটল, লাউসহ বেশ কিছু সবজির দাম বেড়েছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এমনকি পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা করে বেড়েছে। বাজারে আসা ক্রেতারা বলছেন, প্রতিদিনই নতুন দামে পণ্য কিনতে হচ্ছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনও তৎপর রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, “বাজার মনিটরিং নিয়মিত করা হচ্ছে। কেউ অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। বৃষ্টিপাতের প্রকোপ না কমলে বাজারে এই অস্থিরতা আরও দীর্ঘায়িত হবে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। SHARES সারাদেশ বিষয়: