খুলনার দিঘলিয়ায় জুলাই শহিদ দিবস পালিত – আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহিদদের প্রতি শ্রদ্ধা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৬ জুলাই (মঙ্গলবার)যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সহিত পালিত হয়েছে জুলাই শহিদ দিবস ২০২৫। দিনটি উপলক্ষে শহিদদের স্মরণে আয়োজিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হয় এ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস কেবল শোকের নয়, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনুপ্রেরণাও বটে। শহিদদের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সামনের প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে।” উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন—“শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে। তাঁদের আত্মত্যাগের মহিমা তুলে ধরার জন্য এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” অনুষ্ঠানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন, তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ । পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী ও ভাবগম্ভীর পরিবেশে পরিপূর্ণ। SHARES সারাদেশ বিষয়: