আশুলিয়ায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিতাসের অভিযানেও প্রশ্ন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ আলতাব হোসেন, স্টাফ রিপোর্টারঃ আশুলিয়ার ধনাইদ ও ইউছুফ মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় দেড় কিলোমিটার জুড়ে ৬০০টিরও বেশি বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার, ১৬ জুলাই ২০২৫ সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মো. খাদেমুদ্দীন। অভিযানে এ সময় বিপুল সংখ্যক পাইপ রাইজার ও গ্যাসচুলা জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব অবৈধ সংযোগ এলাকার প্রভাবশালী ব্যক্তি মকবুল মেম্বারের প্রত্যক্ষ সহযোগিতায় দেওয়া হয়।এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মকবুল মেম্বার বলেন, “দিয়েছি তো, কেটে দেন।” মাল্টি মডার্ন ফ্যাক্টরির সামনে সংযোগ থেকে যায় অক্ষত। অভিযান চলাকালে মাল্টি মডার্ন ফ্যাক্টরির সামনে থাকা একটি গুরুত্বপূর্ণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করে লেবার সরিয়ে নেওয়া হয়, যা নিয়ে এলাকায় ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়। তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন সাংবাদিকদের অবহিত হওয়ার পর সেখানে লেবার পাঠালেও ‘এক অদৃশ্য কারণে’ কিছুক্ষণ পরই তারা ফিরে যান। এই বিষয়ে তিতাসের প্রকৌশলী মো. সুমন বলেন— “মূল সংযোগ কাটা হলেই তো আর ভেতরে কিছু থাকবে না। মাথা রেখে লেজ কেটে কী হবে?” কিন্তু বাস্তবে দেখা যায়, ভেতরের সংযোগ লাইন না কাটায় একই পথে বারবার পুনঃসংযোগ দিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। ফলে তিতাসের কিছু কর্মকর্তা-কর্মচারীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রকৌশলী আবু ছালেহ মো. খাদেমুদ্দীন জানান, “লেবার সংগঠনের কিছু সমস্যার কারণে কাজ আংশিকভাবে ব্যাহত হয়। তবে আশুলিয়ার সব অবৈধ সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। যারা সংযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে।” SHARES সারাদেশ বিষয়: