নবাবগঞ্জে জামায়াতের ওলামা ও পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতের ওলামা ও পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় মানবকল্যাণ ট্রাস্টের হল রুমে উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি ডক্টর আ .ফ.ম আকমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, রংপুর – দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, সাবেক জেলা আমির ও দিনাজপুর ছয় নবাবগঞ্জ – হাকিমপুর – বিরামপুর – ঘোড়াঘাট আসনের জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আমির, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাশেম, উপজেলা পেশাজীবী সেক্রেটারি মোঃ আব্দুর রহিম,যুব বিভাগের সেক্রেটারি মোঃ সেলিম রেজা প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা হাফেয মাওলানা মোঃ রহমতুল্লাহ আযাদী, নবাবগঞ্জ উপজেলা আইম্মাপরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। আগামী চার জুলাই থেকে বারো জুলাই পর্যন্ত কেন্দ্র ঘোষিত ওলামা ও পেশাজীবী দাওয়াতী সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি হিসেবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এদেশে ইসলাম প্রচার ও প্রসারে যুগে যুগে হযরত উলামায়ে কিরাম এবং সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন।সমগ্র জাতির আস্থা ও বিশ্বস্ততা অর্জনে জাতির গর্বিত সন্তান হযরত উলামায়ে কিরামের সমকক্ষতা কেউ অর্জন করতে পারেনি। তথাপি অত্যন্ত পরিতাপের বিষয় এই যে,বিগত ফ্যাসিস্ট জুলুমবাজ সরকারের সময় সহ অধিকাংশ সময়ই এই সম্মানিত উলামায়ে কিরামের উপর চলেছে নানামুখী অত্যাচার, নিপীড়ন, অসম্মান ও অসৌজন্যমূলক আচরণ। এজন্য সময় এসেছে, বিভিন্ন মত পথ,মাযহাব ও তরিকার উলামায়ে কিরামের একতাবদ্ধ হয়ে মহান আল্লাহর যমিনে তাঁর দ্বীনকে কায়েম করার উদ্যোগ গ্রহণের। যতদিন না মহান আল্লাহর যমিনে তাঁর দ্বীন কায়েম হবে, ততদিন উলামায়ে কিরামসহ কেউ ই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেনা। কাজেই আসুন, আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে মহান আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যে কেন্দ্রীয় জামায়াত ঘোষিত উলামা ও পেশাজীবী দাওয়াতী সপ্তাহকে কাজে লাগিয়ে উপজেলার উলামায়ে কিরাম ও সকল স্তরের পেশাজীবী মানুষদের কাছে ইক্বামতে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করি। পরিশেষে কেন্দ্রীয় জামায়াত ঘোষিত জুলাই – আগষ্ট বিপ্লব উপলক্ষে জুলাই মাসের প্রথম কর্ম দিবসে গত জুলাই – আগষ্ট বিপ্লবে নিহত সকল বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।এসময় মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন, বোয়ালমারী কাঁচদহ ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আনিসুর রহমান। SHARES সারাদেশ বিষয়: