ফরিদপুরে আধা-নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৫ স্টাফ রিপোর্টার ফরিদপুরঃ ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট গ্রামে বুধবার (২৫ জুন ২০২৫) সকাল সাড়ে দশটায় পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং এসডিসি (সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি) এর তত্ত্বাবধানে আধা-নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং বিষয়ক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে এলাকার ৭৫ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসির মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বক্তারা আধা-নিবিড় পদ্ধতিতে কার্প মাছ মোটাতাজাকরণের বিভিন্ন দিক, যেমন-উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও প্রতিকার, এবং বাজারজাতকরণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই পদ্ধতির মাধ্যমে কম সময়ে ও সীমিত সম্পদে মাছের উৎপাদন ও আয় বৃদ্ধির উপায় তুলে ধরা হয়। SHARES সারাদেশ বিষয়: