টাঙ্গাইলের দেলদুয়ারে ভুল রক্ত পুশ করায় মৃত্যুর মুখে পড়েছেন রোগী

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ভুল রক্ত পুশ করায় মৃত্যুর মুখে পড়েছেন আব্দুর রউফ নামের এক রোগী।

এ অবস্থায় রোগী ও তার পরিবারের পাশে দাঁড়ালেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রউফ।

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু জানান, জরুরি ভিত্তিতে রোগীর রক্তের প্রয়োজন হলে রক্ত (গ্রুপ এবি পজেটিভ) রক্ত সংগ্রহ করে দেন রোগীর পরিবার।

রক্ত পুশ করার ৪০ মিনিটের মধ্যেই রোগী আব্দুর রউফের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। চিকিৎসক তাৎক্ষণিকভাবে ওই রক্ত পুশ করা বন্ধ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠান।

সেখানে নতুন করে রক্তের প্রয়োজন হলে তার রক্ত পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা করে দেখা যায় রোগী রউফের রক্তের গ্রুপ (ও পজেটিভ)।

এ দিকে রোগীর ছেলে উজ্জ্বল হোসেন জানান, রক্তদাতা ও রোগীর রক্ত মেলানোর সময় রক্তের গ্রুপ ও পজেটিভ না বলে এবি পজেটিভ বলেন টেকনোলজিস্ট রঞ্জু। ফলে ভুল রক্ত পুশ করায় বাবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।

পরে এ ঘটনাটি দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নুরকে সঙ্গে নিয়ে রোগীকে দেখতে হাসপাতালে ছুটে যান।

সেখানে রোগীর অবস্থা দেখে এবং তাদের পারিবারিক অবস্থা জানতে পেরে ছেলে উজ্জলের হাতে চিকিৎসা বাবদ নগদ ২০ হাজার টাকা অনুদান দেন।

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ঘটনাটি জানতে পেরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় অসুস্থ আব্দুর রউফকে দেখতে যাই৷ সেখানে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিই৷ তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন৷

তিনি আরো বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছি৷ ভুক্তভোগীর পরিবারকে যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেছি।