বটিয়াঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সেমিনারে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার 

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ

গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা অডিটরিয়াম হলরুমে ডেঙ্গু প্রতিরোধ সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার পরিচালক হোসাইন সওকাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নি।সভায় আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি শোয়েব সাত উল ইভান,অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার,সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও অভিজিৎ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা,প্রকৌশলী গৌতম কুমার,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বটিয়াঘাটা সদর ইউনিয়নের সকল মসজিদের ইমামগণ,৭টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,বাংলাদেশে বর্তমানে বর্ষার মৌসুম শুরু হতে চলেছে,সাধারণত এই সময়টিতে ডেঙ্গুর প্রকোপ খুব বেড়ে যায়। তাই আমাদেরকে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ডেঙ্গুর বংশবৃদ্ধি যাতে না করতে পারে, সেজন্য সকলকেই সচেতন হতে হবে।মসজিদের ইমামদেরকে জুমার দিন এ বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়।