গফরগাঁও কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজে আজ এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের সম্মানিত শিক্ষক জনাব শফিকুল কাদির। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পরীক্ষায় সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাবা শামীমা সুলতানা। তিনি বলেন, “তোমরা আমাদের ভবিষ্যৎ। আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলবে—এই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের মঙ্গল ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচিহ্ন প্রদান করা হয় এবং তাদের জন্য কলেজ পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।