সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিম গ্রেপ্তার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫ সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুরের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “গ্রেপ্তারকৃত মশিউর রহমান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা এবং প্রধানমন্ত্রীর ছবি সংবলিত লিফলেট বিতরণের সময় একজনকে আটক করা হয়েছিল। ওই বিতরণ কার্যক্রমে মশিউর রহমান মিম সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে। SHARES অপরাধ বিষয়: