জয়পুরহাটে গণ,যুব,ছাত্র অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত।

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধিঃ

ঈদ-উল-আযহা উপলক্ষে যুব অধিকার পরিষদ, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি। ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সাংগঠনিক চেতনা ও উদ্দেশ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রা ও র‍্যালিটি জয়পুরহাট সুগার মিল এলাকা থেকে শুরু হয়ে জেলার পাঁচটি উপজেলার প্রধান বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথিমধ্যে প্রতিটি উপজেলায় পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা সংগঠনের কেন্দ্রীয় লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের সমন্বয়ক ক্যাপ্টেন জাকারিয়া। সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ আলোচক ছিলেন সদস্য সচিব মো. আমিনুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. সুমন আহমেদ অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদ, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।

জেলার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মোটরসাইকেলে যোগ দেন সংগঠনের নেতাকর্মীরা। র‍্যালি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

পথসভায় বক্তারা বলেন, “ঈদ আমাদের মিলনের প্রতীক, আর এই মিলনই আমাদের সংগঠনের শক্তি। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা অবিচল।

র‍্যালি শেষে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে সফল ও স্মরণীয়।