পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) পার্বতীপুর জিন্না মাঠ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক।
উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, সহ-সভাপতি অহিদুল হক, অধ্যাপক ফয়েজুর রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রনায়কত্ব, অবদান ও আদর্শের ওপর আলোকপাত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।